বাউফলে ইউপি নির্বাচনে প্রস্ততি সম্পূর্ন

বাউফলে ইউপি নির্বাচনে প্রস্ততি সম্পূর্ন

দেলোয়ার হোসেন, বাউফল ঃ পটুয়াখালীর বাউফল উপজেলার নয়টি ইউনিয়নে ইউপি নির্বাচনে  প্রশাসনের পক্ষ থেকে প্রস্ততি সস্পূর্ন করা হয়েছে। আগামীকাল ( ২১ জুন) রোজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯টি ইউনিয়নের ইউপি নির্বাচন। নির্বাচনের এক দিন বাকী আছে প্রতিদ্বন্ধি প্রার্থীদের মধ্যে দৌড়ঝাঁপও বেড়ে গেছে। প্রবল বৃষ্টিপাতের মধ্যে দিয়েও সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা পুরো নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন। বিভিন্ন কৌশলে তারা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করছেন। নির্বাচনের শেষ মুহুর্তে প্রচার প্রচারণায় জমে উঠেছে উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন।
৯টি ইউনিয়নের মধ্যে কালাইয়া ও কালিশুরি ইউনিয়নে চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্ধি না থাকায় কালাইয়া ইউনিয়নে ফযসাল আহম্মেদ মনির মোল্লা ও কালিশুরি ইউনিয়নে জামাল হোসেন সিকদার  বিনা প্রতিদ্বন্ধিতায় নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ওই দুই ইউনিয়নে ইউপি সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সরেজমিনে যেয়ে  জানা গেছে, বিএনপি-র দলীয়  কোন প্রার্থী না থাকায় সরকার দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মূলত প্রতিদ্বদ্ধিতা হবে ।
 বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, নির্বাচন শান্তিপূর্ন করতে নয়টি ইউনিয়নের নির্বাচনের সকল প্রকার প্রস্ততি সম্পূর্ন করা হয়েছে। ৯টি ইউনিয়নের সব কেন্দ্রে প্রয়োজনীয় মালামাল পৌছানোর কার্যক্রম অব্যহত আছে । ভোট সুষ্ট করতে ২৭জন জুটিসিয়াল ম্যাজিষ্টেট নিয়োজিত থাকবেন। প্রতি কেন্দ্রে পর্যাপ্ত পরিমানে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।
বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন বলেন,প্রতি ভোট কেন্দ্রে ১৭জন আনসার ও ৫জন করে পুলিশ থাকবে।এছাড়াও প্রতি ইউনিয়নে র‌্যাব,বিজিবি ও পুলিশের মোবাইল টিম থাকবে।